MYTV Live

শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করে কখনই প্রমাণ হয় না অর্চিত কুমার মাদক সরবরাহ করতেন

শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করে কখনই প্রমাণ হয় না আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে নিয়মিত মাদক সরবরাহ করতেন এই মামলায় আরেক অভিযুক্ত অর্চিত কুমার।

শাহরুখপুত্রের বিরুদ্ধে মাদক মামলায় অর্চিতের জামিন মঞ্জুর করে এমনটিই জানিয়েছেন মুম্বাইয়ের মাদকবিরোধী বিশেষ আদালত।

আদালতের এই রায়ের একটি কপি সোমবার প্রকাশিত হয়েছে। মাদক মামলায় আটক আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে জেরা করে উঠে এসেছিল কলেজ পড়ুয়া বছর বাইশের এই অর্চিত কুমারের নাম।

নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দাবি, অর্চিতকে গ্রেপ্তার করে তার কাছ থেকে নিষিদ্ধ মাদক পেয়েছিল।

এই দাবি নিয়ে প্রশ্ন তুলে বিশেষ আদালত বলেছেন, অর্চিত ও আরিয়ানদের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে কখনই প্রমাণ হয় না অর্চিত মাদক দিতেন আরিয়ানদের।

শনিবার ২২ বছরের অর্চিতকে জামিনের রায় দিতে গিয়ে বিশেষ আদালতের পর্যবেক্ষণ, এনসিবি এমন কোনো প্রমাণ দিতে পারেনি, যা থেকে বোঝা যায় অভিযুক্ত নিষিদ্ধ মাদক সরবরাহে যুক্ত। শুধু আরিয়ান খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথপোকথন প্রমাণ হিসেবে তুলে ধরেছে এনসিবি। কিন্তু একমাত্র সেই চ্যাটের ওপরে নির্ভর করে এটা কখনই প্রমাণ হয় না তিনি অভিযুক্তদের মাদক সরবরাহ করতেন।

আদালত বলেছেন, যেহেতু আরিয়ান ও আরবাজ হাইকোর্টে জামিন পেয়ে গেছেন, সেদিক বিচার করে অর্চিতকেও জামিন দেওয়া যেতে পারে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles