আইসিসির অক্টোবর মাসের সেরা তিন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের আসিফ আলী ও নামিবিয়ার ডেভিড ভিসা।
দ্বিতীয়বারে মতো আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব আল হাসান। এর আগে গত জুলাই মাসে মাসসেরার পুরস্কার পেয়েছিলেন সাকিব।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এ বছর চালু করে আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ খেতাব। এ নিয়ে চারবার বাংলাদেশি ক্রিকেটাররা এই খেতাবের মনোনয়ন পেলেন।
জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একাধিকবার আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে এ মনোনয়ন পেলেন তিনি। সাকিব এ টুর্নামেন্টে ৬ ম্যাচে ২১.৮৩ গড়ে ১৩১ রান করার সঙ্গে ১১.১৮ গড়ে ১১ উইকেট নিয়েছেন। সাকিব বোলিং করেছেন মাত্র ৫.৫৯ ইকোনমি রেটে।
সর্বশেষ হালনাগাদ করা আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় আফগানিস্তানের মোহাম্মদ নবীর সঙ্গে যৌথভাবে শীর্ষেও আছেন তিনি।
এ মাসে মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেরি-এন মুসন্দা, আয়ারল্যান্ডের লরা ডিলানি ও গ্যাবি লুইস।
এ বছরের শুরুতে মাসসেরা স্বীকৃতি চালু হওয়ার পর বাংলাদেশ থেকে এ নিয়ে চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন কেউ। প্রথম গত মে মাসে মাসসেরার মনোনয়ন ও পুরস্কার পান মুশফিকুর রহিম। এরপর জুলাইয়ে সাকিবের পর গত সেপ্টেম্বরে মনোনয়ন পেয়েছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।