MYTV Live

দ্বিতীয়বারের মতো আইসিসির মাস সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সাকিব

আইসিসির অক্টোবর মাসের সেরা তিন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের আসিফ আলী ও নামিবিয়ার ডেভিড ভিসা।

দ্বিতীয়বারে মতো আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব আল হাসান। এর আগে গত জুলাই মাসে মাসসেরার পুরস্কার পেয়েছিলেন সাকিব।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এ বছর চালু করে আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ খেতাব। এ নিয়ে চারবার বাংলাদেশি ক্রিকেটাররা এই খেতাবের মনোনয়ন পেলেন।

জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একাধিকবার আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে এ মনোনয়ন পেলেন তিনি। সাকিব এ টুর্নামেন্টে ৬ ম্যাচে ২১.৮৩ গড়ে ১৩১ রান করার সঙ্গে ১১.১৮ গড়ে ১১ উইকেট নিয়েছেন। সাকিব বোলিং করেছেন মাত্র ৫.৫৯ ইকোনমি রেটে।

সর্বশেষ হালনাগাদ করা আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় আফগানিস্তানের মোহাম্মদ নবীর সঙ্গে যৌথভাবে শীর্ষেও আছেন তিনি।

এ মাসে মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেরি-এন মুসন্দা, আয়ারল্যান্ডের লরা ডিলানি ও গ্যাবি লুইস।

এ বছরের শুরুতে মাসসেরা স্বীকৃতি চালু হওয়ার পর বাংলাদেশ থেকে এ নিয়ে চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন কেউ। প্রথম গত মে মাসে মাসসেরার মনোনয়ন ও পুরস্কার পান মুশফিকুর রহিম। এরপর জুলাইয়ে সাকিবের পর গত সেপ্টেম্বরে মনোনয়ন পেয়েছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,791FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles