বিশ্বের সবচেয়ে দূষিত শহরের নাম লেখালো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর।
বুধবার এয়ার কোয়ালিটি অ্যান্ড পলিউশন সিটি র্যাঙ্কিং এ ঘোষণা দেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
সুইস টেকনোলজি কোম্পানি আইকিউ এয়ার সবচেয়ে দূষিত শহর লাহোরের বায়ুমানের স্তর ৩৪৮ ঘোষণা করেছে। অথচ বায়ুমানের বিপদজনক স্তর ৩০০।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বায়ুদূষণ আরো ভয়াবহ রূপ নিয়েছে । জ্বালানি হিসেবে নিম্নমানের ডিজেল ব্যবহার, শস্য পোড়ানোর ধোঁয়ার কারণে দেশটির বায়ুদূষণ পরিস্থিতি খারাপ হচ্ছে।
ভারত সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের শহর লাহোরে এক কোটি ১০ লাখ লোকের বসবাস। শহরটি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে।
লাহোর ছাড়া দূষণের শীর্ষে থাকা অন্য দেশগুলো হলো চীনের উহান, ভারতের দিল্লি, চীনের বেইজিং, ভারতের কলকাতা, পাকিস্তানের করাচি, কুয়েতের কুয়েত সিটি, পোল্যান্ডের ওকলাও, ক্রোয়েশিয়ার জাগরেব এবং ভারতের মুম্বাই। দূষণের দিক দিয়ে ১৫তম শহর বাংলাদেশের রাজধানী ঢাকা।