MYTV Live

টাইফয়েডে আক্রান্ত ওপেনার সাইফ হাসান; অনিশ্চিত ঢাকা টেস্টে

টাইফয়েডে আক্রান্ত হলেন তরুণ ওপেনার সাইফ হাসান। চট্টগ্রাম টেস্ট শেষ করে ঢাকায় ফেরার আগে টাইফয়েডে আক্রান্ত হলেন সাইফ। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে টাইফয়েড পরীক্ষা করা হয়েছিল সাইফের। যার ফল এসেছে পজিটিভ।

টাইফয়েডে আক্রান্ত হওয়ায় আগামী শনিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে সাইফের অংশগ্রহণ অনিশ্চিতই বলা চলে।

তবে এখনো দলের সঙ্গেই রয়েছেন সাইফ। একই ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবেন তিনি। ডানহাতি এই ব্যাটার বর্তমানে বিসিবির মেডিক্যাল টিমের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

পাকিস্তানের সাথে ঘরের মাঠে এই সিরিজে ব্যাট হাতে ভালো পারফর্মও করতে পারনেনি ২৩ বছর বয়সী এ ডানহাতি ওপেনার। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ১ ও ০ রান করার পর টেস্টেও নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি সাইফ।

প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করে দুইবারই আউট হয়েছেন শাহিন শাহ আফ্রিদির বাউন্সার ডেলিভারিতে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,581FollowersFollow
20,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles