লালমনিরহাটের কালীগঞ্জে বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেছে।
শুক্রবার রাতে কালীগঞ্জের লোহাকুচি বিজিবি ক্যাম্প থেকে মনছুর আলী নামে ওই আসামি পালিয়ে যান।
শনিবার সকালে লোহাকুচি ক্যাম্প ইনচার্জ ল্যান্স নায়েক বাদশা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাতক মনছুর আলী গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের ওসমান গনির ছেলে ও চিহ্নিত ‘মাদক ব্যবসায়ী’ বলে দাবি বিজিবির।
ল্যান্স নায়েক বাদশা মিয়া জানান, শুক্রবার রাতে গাজাসহ মনছুর আলীকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গভীর রাতে যানবাহনের অভাবে আসামিকে থানায় নেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে ভোরে পাহারারত ফোর্সের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। ঊর্ধ্বতন কর্তৃক্ষপকে বিষয়টি জানানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।