মাহবুব সৈকত: সোমবার দেশসেরা ইউটিউবার ও মাইটিভির পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদির জন্মদিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে মাইটিভি ভবনে আয়োজন করা হয় দোয়া মাহফিল, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
জন্মদিনে দেশসেরা ইউটিউবারকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই হাতিরঝিলে মাইটিভি ভবনে আসতে শুরু করে তার অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ীরা। ফলে বিকেলে মাইটিভি ভবনে আসামাত্রই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন বরেণ্য এই ইউটিউবার। তিনিও নিরাশ করেননি ভক্তদের। করোনা মহামারির কারণে সীমিত আকারে দেখা করলেও সময় নিয়ে দেখা করেন সবার সাথে, সেলফিও তোলেন ভক্তদের সাথে।
এরপর বাদ আসর দোয়া মাহফিলে তার কল্যান কামনা করে মাইটিভি ভবনে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন আফ্রিদির পিতা ও মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, মাতা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিনসহ পরিচালনা পরিষদের সদস্য, উপদেষ্টা, সাংবাদিক, কলা-কৌশলী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে সন্ধ্যায় মাইটিভি পরিবারের সবার উপস্থিতিতে কেক কাটেন তৌহিদ আফ্রিদি।
কেক কাটার পর দেশখ্যাত শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।