MYTV Live

পিরোজপুরের পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

চালককে মারধরের ঘটনায় পিরোজপুরের পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার থেকে খুলনা-বরিশাল-ঝালকাঠী-বরগুনা-পটুয়াখালী এই ৫টি রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করেন পিরোজপুর বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত মঙ্গলবার ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে পিরোজপুরের সিনিয়র এক বাসচালককে আটকে রেখে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য খুলনা-বরিশাল-ঝালকাঠি-বরগুনা-পটুয়াখালী রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও জানান, গত ৪ জানুয়ারী দুপুরে ঝালকাঠি বাস টার্মিনালে পিরোজপুরের সিনিয়র বাস ড্রাইভার অরবিন্দকে আটকে রেখে মারধর করা হয়েছে। যা নিয়ে স্থানীয় বাস চালকরা ক্ষুব্ধ হওয়ায় বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে।

আহত বাসচালক অরবিন্দ কুমার দাস বলেন, ‘গাড়ী নিয়ে বরিশালে যাওয়ার সময় ঝালকাঠিতে পৌঁছালে আমাকে ধরে নিয়ে অফিস কক্ষে আটকে রাখে। পরে ওই বাসচালক সুমনের নেতৃত্বে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আরও কিছু লোক মারধর করে ও সঙ্গে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসেন। বিষয়টির দ্রুত সুষ্ঠু বিচার চাই।’

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles