ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাসান হিমেল নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে তাকে জেলার কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম থেকে আটক করা হয়।
কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত চালকের নাম মো. টিটু মিয়া (৪২)
এস এম মাসুদ পারভেজ বলেন, বুধবার দুপুরে কাশিয়াডাঙ্গার বালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই ট্রাকচালককে আটক করা হয়। এ বিষয়ে এখনো মামলা হয়নি। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতকে মতিহার থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য দুটি আবাসিক হল ও একটি ২০তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। এই ভবনগুলো নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী আনা-নেওয়ার কাজ করছিল কয়েকটি ট্রাক। মঙ্গলবার রাতে শহীদ হবিবুর রহমান হলের দিক থেকে মোটরসাইকেলে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন হিমেল ও রিমেল। এ সময় নির্মাণাধীন ২০তলা একাডেমিক ভবনের গেটের সামনে পৌঁছলে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হিমেল মারা যান। আহত হন রিমেল।
হিমেল রাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়ায়। বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ছিলেন তিনি।