লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহরের গাড়িবহর দুর্বৃত্তদের বন্দুক হামলার কবলে পড়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে রাজধানী ত্রিপোলির নিজ বাসায় ফেরার পথে বন্দুক হামলার কবলে পড়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর।
এ হামলা থেকে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, আজ সকালে বাসায় ফেরার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। সে সময় বুলেট এসে প্রধানমন্ত্রীর গাড়ির গ্লাসে লাগে। এ ঘটনায় প্রধানমন্ত্রীসহ তাঁর চালকও অক্ষত আছেন। গুলি করার পরপরই পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তবে হামলার কোনো ছবি বা ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাগা।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কালাশনিকভ অস্ত্র থেকে গুলিটি ছোড়া হয়েছে। হামলার ঘটনায় দেশটির প্রধান প্রসিকিউটর তদন্ত শুরু করেছেন।