আর এক সপ্তাহের মতো বাকি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরু হতে। এমন সময়ে করোনাভাইরাস হানা দিয়েছে সফরকারী দলের ক্যাম্পে।
বিসিবি সূত্রে জানা গেছে, ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ জন ক্রিকেটার, একজন ক্রিকেটারের স্ত্রী ও তিন জন স্টাফ।
১২ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশে এসেছেন আফগানিস্তান দলের ২২ সদস্য। পরদিন সিলেটে পৌঁছে এক দিনের কোয়ারেন্টিনের পর অনুশীলনে নামেন আফগান দলের ক্রিকেটাররা। দলের এক সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিনের পর করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার আগেই হোটেল ছেড়ে মাঠে গিয়েছিলেন সফরকারীরা।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী সিলেটে আফগানদের এক সপ্তাহ অনুশীলন করার কথা। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা। প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে যাবে আফগানিস্তান দল।
১৪ ফেব্রুয়ারি ওয়ানডে ও টি-টোয়েন্টির দল ঘোষণা করে আফগানিস্তান। কিন্তু পরের দিনই করোনায় বিপর্যস্ত আফগানিস্তান ক্যাম্প। সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ শুরু হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।