MYTV Live

এশিয়ান কাপের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত; ই গ্রুপে বাংলাদেশ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে গ্রুপ ‘ই’ তে জায়গা পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে এই ড্র অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের গ্রুপে পড়েছে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়া।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলতি বছরের ৮ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হবে বাছাইপর্বের এই ম্যাচগুলো। নিরপেক্ষ ভেন্যু মালয়েশিয়ায় গিয়ে খেলতে হবে বাংলাদেশকে।

আগে হোম অ্যান্ড ভিত্তিতে বাছাইয়ের খেলা হলেও করোনার কারণে এবার এক ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। খেলা হবে ৬ গ্রুপে। প্রতি গ্রুপে চারটি করে দল। ৬ ভেন্যুর চ্যাম্পিয়ন ও সেরা ৫ রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে।

বাছাই পর্বে খেলা অন্যান্য দল ও সব গ্রুপ:

গ্রুপ এ: কুয়েত (স্বাগতিক), নেপাল, ইন্দোনেশিয়া, জর্ডান
গ্রুপ বি: মঙ্গোলিয়া (স্বাগতিক), ইয়ামেন, ফিলিপাইন, ফিলিস্তিন।
গ্রুপ সি: উজবেকিস্তান (স্বাগতিক), শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড।
গ্রুপ ডি: ভারত (স্বাগতিক), কম্বোডিয়া, আফগানিস্তান, হংকং।
গ্রুপ ই: মালয়েশিয়া (স্বাগতিক), বাংলাদেশ, তুর্কমেনিস্তান, বাহরাইন।
গ্রুপ এফ: কিরগিজস্তান (স্বাগতিক), সিঙ্গাপুর, মায়ানমার, তাজিকিস্তান।

আয়োজক দেশ চীনসহ সরাসরি মূলপর্বে সুযোগ পাওয়া ১২ দল হল- সিরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক, ভিয়েতনাম, লেবানন, কাতার।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles