খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের বেসামরিক জনগণকে দুটি শহরের যুদ্ধস্থল থেকে সরে যাওয়ার সুযোগ করে দিতে এই ঘোষণা দিয়েছে রাশিয়া।
স্থানীয় সময় শনিবার এ ঘোষণা দেওয়া হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
রাশিয়ার মন্ত্রণালয় থেকে বলা হয়, আজ মস্কোর সময় সকাল ১০টা, রাশিয়ার পক্ষ থেকে শান্ত থাকার কথা বলা হচ্ছে এবং বেসামরিক লোকদের জন্য মারিওপোল ও ভলনোভাখা মানবিক সহায়তা করিডোর হিসেবে চালু করা হলো।
ওই মুখপাত্র আরও বলেন, ‘বেসামরিক লোকজন শহরত্যাগের জন্য কোন কোন সড়ক ব্যবহার করবেন, সে বিষয়েও জানিয়ে দেওয়া হয়েছে। মস্কোও সে বিষয়ে অবগত।’
তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট নয় যে কতক্ষণ এই রুট খোলা থাকবে।
এদিকে, ইউক্রেনের তরফ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।