কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় বিজয়পুর রেলক্রসিংয়ের ১০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো তাসপিয়া আক্তার (১২), মিম আক্তার ( ১২) ও রিমা আক্তার (১২)। তাদের বাড়ি সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর গ্রামে; তারা একই বাড়ির বাসিন্দা।
নিহতদের সবাই দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই তিন স্কুলছাত্রী প্রতিদিনের মতো আজও স্কুলে যাচ্ছিল। বিজয়পুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী দ্রুতগতির একটি ট্রেনে তারা কাটা পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিজয়পুর রেলওয়ে ক্রসিংয়ে পশ্চিম পাশে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথে রেলক্রসিংয়ের দুই লাইনের মাঝখানে দাঁড়িয়ে ছিল। দুই দিক থেকে দুটি ট্রেন আসে। এ সময় ওই তিন শিক্ষার্থী ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনে কাঁটা পড়ে মারা যায়।
এই দিকে দুর্ঘটনার পরপরই নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে স্থানীয় লোকজন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু ঘটনাস্থলে এসে রেল ক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে লোকজন অবরোধ তুলে নেয়।