রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে সোমবার পঞ্চম দফা আলোচনায় বসছেন দেশ দুটির প্রতিনিধিরা। তবে এর আগে মুখোমুখি বৈঠক হলেও এবার বৈঠক হবে অনলাইনে।
স্থানীয় সময় রোববার রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে এসব তথ্য জানান।
সোমবারের আলোচনার ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের মধ্যে আলোচনা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনেস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বিষয়টি সত্য বলে জানিয়েছেন।
শনিবার পেসকভ বলেন, বরাবরের মতো ইউক্রেনের সঙ্গে আলোচনায় রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি।
তিনি আরও জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে টেলিফোনে আলোচনা করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামনের দিনগুলোতে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে সিরিজ আলোচনায় বসতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন-রাশিয়ার প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। সেসময় আলোচনা চলে ৫ ঘণ্টা।
পরে ৩ মার্চ বেলারুশের বেলোভেজস্কায়া পুশচায় দ্বিতীয় দফা আলোচনা হয়। সেসময় বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোরের বিষয়ে একটি চুক্তি হয়।
৭ মার্চ উভয় দেশের প্রতিনিধিরা বেলারুশের ব্রেস্ট অঞ্চলে তৃতীয় দফা আলোচনায় বসেন। পরে ১০ মার্চ তুরস্কের আন্তালিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কুলেবারের মধ্যে আলোচনা হয়।