নারায়ণগঞ্জের আল-আমিন নগর এলাকার শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এতে লঞ্চটির অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী নিখোঁজ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লঞ্চটির বেশিরভাগ যাত্রীই শিক্ষার্থী বলে জানিয়েছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
জানা গেছে, দুপুরে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলো একটি লঞ্চ। এ সময় তেলবাহী একটি জাহাজ লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়।
এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে।
খবর পেয়ে ডুবে যাওয়া লঞ্চটিতে থাকা যাত্রীদের স্বজনরা শীতলক্ষ্যা নদীর দুই তীরে ভিড় করেছেন। এ সময় তাদের আহাজারি করতে দেখা যায়।
এদিকে এঘটনায় বেলা ৩টার দিকে দমকল কর্মীরা একজনের মৃতদেহ উদ্ধার করেছেন।