অস্কারের মঞ্চে উইল স্মিথের স্ত্রী, অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের কামানো মাথা এবং চুল পড়া নিয়ে ব্যঙ্গ করেছিলেন মার্কিন কমেডিয়ান ক্রিস রক। রাগের মাথায় ক্রিসকে চড় মেরে বসেন উইল। এর পরের ঘটনা তো সবারই জানা। অস্কারসহ অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে স্মিথকে।
চড়কাণ্ডের পর উইলিয়াম স্মিথ শাস্তি মাথায় নিয়ে বেড়াচ্ছেন আর ক্রিস রক বেড়াচ্ছেন শো করে। অস্কারের পরই দেশে দেশে স্ট্যান্ডআপ কমেডি শো ‘ইগো ডেথ ওয়ার্ল্ড ট্যুর’ শুরু করেন তিনি। চড়া দামে বিক্রি হতে থাকে তাঁর অনুষ্ঠানের টিকিট। সবাই যেন সেদিনের মজার ঘটনা তাঁর মুখ থেকে শুনতে অস্থির হয়ে তাঁর অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেন। রসিক রকও নিজের সেই খারাপ মুহূর্তটি নিয়ে নানা রকম মজা করছেন শোগুলোতে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘কপাল ভালো, এখন কানে শুনতে পাচ্ছি!’বোঝাই যাচ্ছে, উইল স্মিথ কানে না মেরে গালে মেরেছেন বলে তাঁর প্রতি কিঞ্চিৎ কৃতজ্ঞ ক্রিস। আবার আরেক অনুষ্ঠানে উপহাস করে তিনি বলেন, ‘আগে টাকা দেন। নইলে ওই ঘটনা (উইলের চড়) নিয়ে কোনো কথা হবে না।’
গত মাসে আরেক অনুষ্ঠানে ক্রিস বলেন, ‘আপনারা যদি ওই ঘটনা (অস্কারের চড়কাণ্ড) সম্পর্কে আমার মন্তব্য শুনতে আসেন, তাহলে কিন্তু হবে না। ওই ঘটনার আগেই শোয়ের জন্য আমি লম্বা চিত্রনাট্য লিখেছি।’ তবে অনুষ্ঠান চলাকালে উইলের চড় নিয়ে একটি বাক্য তিনি সেদিন বলেছিলেন, ‘আমি এখনো ভাবছি, সেদিন ঠিক কী হয়েছিল? নিজের মনের মধ্যে এখনো সেই মুহূর্তটি নিয়ে ভেবে যাচ্ছি।’