পুলিশকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য পুলিশের ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হবে। জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করবে। পুলিশের কাছে ন্যায়বিচার পাবে, ন্যায্যতা পাবে-সেই আত্মবিশ্বাস যেন মানুষের মাঝে সবসময় থাকে। পুলিশকে সবসময় সেবা দিয়ে যেতে হবে।’
পুলিশের নতুন এই সেবা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পুলিশ হবে জনগণের পুলিশ। পুলিশ বাহিনী যে সার্ভিস ডেস্ক চালু করেছে, তাতে নারী সমাজ, বৃদ্ধ ও শিশুদের অন্যায়ের প্রতিকার চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে নারীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি হবে, যারা তাদের ওপর হওয়া অন্যায়গুলো বলতে পারে না।’
তৃণমূল পর্যায়ে পুলিশি সেবায় গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের পিছিয়ে পড়া, অনগ্রসর, যারা তৃণমূল পর্যায়ে পড়ে থাকে… শত নির্যাতনের মধ্যে যারা প্রতিকার চাইতে পারে না। তাদের আস্থা, বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেটা নিশ্চিত করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। অতিরিক্ত আইজিপি ড. নুরুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের দুটি মানবিক উদ্যোগ ‘সার্ভিস ডেস্ক’ এবং ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের ওপর একটি অডিও-ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।