পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে পরাজিত হয়ে শনিবার দিবাগত মধ্যরাতে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। এর মধ্য দিয়ে পতন হয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারেরও।
এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী কে হবেন, সেই জল্পনায় ভেসে উঠছে একাধিক নাম।
সোমবারই পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য অধিবেশনে বসছে। তার পরই জানা যাবে কার কাধে উঠলো পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ভার।
এই নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের নমিনেশন পেপার রোববার স্থানীয় সময় বেলা ১১টার মধ্যে দাখিল করতে বলেছেন ভারপ্রাপ্ত স্পিকার আয়াজ সাদিক।
পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, সোমবার দুপুর ২টার দিকে পার্লামেন্টের সদস্যরা বৈঠকে বসবেন। এরপরই নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে।
কে হবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী, এই জল্পনায় একাধিক নাম ভেসে এলেও বাকিদের থেকে দৌঁড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শাহবাজ শরিফ। এছাড়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসার দৌঁড়ে আছেন পাকিস্তান পিপুলস পার্টি (পিপিপি) নেতা বিলওয়াল ভুট্টো। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে।