টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনায় স্বামী মো. ইয়াসিন (২০) কে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
সোমবার ভোরে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের একটি শেড থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম পারভীন আক্তার। তিনি একই ক্যাম্পেরব ডি-ব্লকের বশির আহমেদের মেয়ে। অপরদিকে আটক মো. ইয়াছিন একই এলাকার কালু হাজীর ছেলে।
এবিপিএন সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে রোববার গভীর রাতে ঘুমন্ত পারভীন আক্তারের গলা রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন মো. ইয়াছিন। খবর পেয়ে সকালে ইয়াছিনকে আটক করে মরদেহ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ঘাতক স্বামীর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।