MYTV Live

সন্দ্বীপে ২০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবি; নিখোঁজ রয়েছে ৩ শিশু

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে অন্তত ২০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বুধবার সকাল ৯টার দিকে স্পিডবোটটি ডুবে গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিন শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া এই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫-৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, ‘আমি নৌঘাটে আছি। এক শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু এখনও নিখোঁজ রয়েছে। বেশিরভাগ যাত্রী উদ্ধার হয়েছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের সহকারী পরিচালক নয়ন শীল জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। স্পিডবোটের অধিকাংশ যাত্রী উদ্ধার হয়েছে। তবে তিন শিশু নিখোঁজ রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,877FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles