বার্ষিক হালনাগাদ করা টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। নবম স্থান থেকে এক ধাপ উপরে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
শ্রীলঙ্কারও এক ধাপ উন্নতি ঘটেছে। দশম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। তবে দুই ধাপ নেমে গেছে আফগানিস্তান। আর এ সংস্করণে র্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারত নিজেদের অবস্থান আরও সংহত করেছে।
২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে আটে বাংলাদেশ। শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে নয়ে।
আইসিসির ওয়েবসাইটে বলা হয়েছে, নতুন এই র্যাংকিংয়ে ২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচগুলোর ফল ৫০ শতাংশ আমলে নেওয়া হয়েছে এবং তারপর থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর ফল শতভাগ বিবেচনা করা হয়েছে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দারুণ ফর্মে আছে ভারত। রোহিত শর্মার অধিনায়কত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে ভারত। ২৭০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রোহিত শর্মার দল।
দুইয়ে অবস্থান করছে ইংল্যান্ড আর তিনে আছে পাকিস্তান। এরপর যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া।
র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে নিউজিল্যান্ড। যথারীতি সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান ছয় পয়েন্ট হারিয়ে দুই ধাপ নিচে নেমে গেছে। আর তাতেই র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলংকার।