MYTV Live

নেপালে ২২ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

নেপালে ২২ আরোহী নিয়ে বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। প্লেনটিতে ২২ জন আরোহী ছিল।

হিন্দুস্তান টাইমস জানায়, যাত্রীদের মধ্যে ৪ জন ভারতীয় ও ৩ জন জাপানি নাগরিক।

স্থানীয় সময় রোববার সকালে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নেপালের পর্যটকপ্রিয় পোখরা থেকে জোমসোমের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।

সংবাদ সংস্থা এএনআই জানায়, সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় বিমানটি। উড্ডয়নের পর কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডারের বাইরে চলে যায়। তাকে খুঁজে করতে একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। বিমানটি ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ২২ আরোহীর মধ্যে ৭ জন ভারতীয় ও জাপানি ছাড়াও ছিলেন ৩ বিমানকর্মী এবং স্থানীয় যাত্রী।

জোমসোমের এক বিমান চলাচল নিয়ন্ত্রককে উদ্ধৃত করে স্থানীয় একটি সাংবাদমাধ্যম জানিয়েছে, তারা জোমসোমের ঘাসার কাছে বিকট শব্দ শুনতে পেয়েছেন। এ থেকেই তাদের আশঙ্কা, বিমানটি বিধ্বস্ত হয়েছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,877FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles