বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘সিডনি চলচ্চিত্র উৎসব (এসএফএফ) ২০২২’ এর প্রতিযোগিতা পর্বের জুরি বোর্ডের বিচারকের দায়িত্ব পালন করবেন।
এই বিভাগের বিচারক হয়ে প্রতিযোগিতা বিভাগের ১২টি সিনেমার মধ্যে থেকে একটিকে পুরস্কার দেয়ার জন্য চূড়ান্ত করবেন তিনি।
ফারুকীর সঙ্গে বিচারক হিসেবে আরও থাকছেন প্রশংসিত অভিনেতা-পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া); বাফটা-মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ারবিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।
চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘স্ক্রিন হাব’কে উৎসবের পরিচালক নাশেন মুডলি জানান, ২০২২ সালের এ আয়োজনে জুরিদের পাঁচ জন পেশাদার চলচ্চিত্র নির্মাতা ও কুশলী।১৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় হয়ে আসছে সিডনি চলচ্চিত্র উৎসব।এবার ১২ শাখায় পুরস্কার দেওয়া হবে।
এশিয়ার চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়ার বড় চলচ্চিত্র উৎসবগুলোর একটি সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে প্রতিযোগিতা বিভাগে এক ডজন ছবি ছাড়া অন্যান্য বিভাগে ৬৪টি দেশ থেকেও থাকছে ২০০টির মতো সিনেমা। তার মধ্যে ফারুকীর আলোচিত ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ও প্রদর্শিত হবে।
উৎসব চলবে আগামী ৮ থেকে ১৯ জুন পর্যন্ত।
গত বছর সিডনি চলচ্চিত্র পুরস্কার জিতেছিল ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রসুলফের ছবি ‘দেয়ার ইজ নো ইভিল’।