খেলার মাঠের বড় তারকা লিওনেল মেসি। বিজ্ঞাপনের বাজারেও তার কদর আকাশ ছোঁয়া। বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে প্রায়ই দেখা যায় তাকে। এবার আনুষ্ঠানিকভাবে অভিনয়েও অভিষেক হচ্ছে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার।
নিজ দেশ আর্জেন্টিনার জনপ্রিয় টিভি সিরিজ ‘লস প্রটেক্টরস’-র দ্বিতীয় সিজনে অতিথি অভিনেতা হিসেবে অভিনয় করেছেন মেসি। যা এরই মধ্যে আর্জেন্টিনায় বেশ জনপ্রিয়তা পেয়ে গেছে। মেসির উপস্থিতি যে সেটা আরও বাড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
এরই মধ্যে মেসির অভিনয়ের ছোট্ট একটি ক্লিপ প্রকাশ করেছে স্টার প্লাস এলএ। তবে এর পুরো ভিডিও দেখতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত। তবে তাকে কতক্ষণ পর্দায় দেখা যাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
লস প্রটেক্টরসের দ্বিতীয় সিজনের বেশিরভাগ শুটিং হয়েছে আর্জেন্টিনার বুয়েন্স আয়ারস ও ফ্রান্সের প্যারিসে। এই টিভি সিরিজের মাধ্যমেই প্রথমবারের মতো অভিনয় করলেন মেসি।