MYTV Live

আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন।

সম্প্রতি দুটি বন্দুক হামলার ঘটনায় বহু প্রাণহানির ঘটনার পর দেশটিতে এই দাবি নতুন করে জোরদার হয়েছে।

আগ্নেয়াস্ত্র নিরাপত্তা বিষয়ক সংগঠন ‘মার্চ ফর আওয়ার লাইভস’ (এমএফওএল) দেশজুড়ে শনিবার প্রায় ৪৫০টি সমাবেশের পরিকল্পনা করেছিল। পার্কল্যান্ড স্কুলের ২০১৮ সালের গণগুলি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা সংগঠনটির প্রতিষ্ঠাতা।

সমাবেশে অংশ নেওয়া লোকজনকে ‘গুলিবিদ্ধ হওয়া থেকে স্বাধীনতা চাই আমি’-এমন স্লোগান দিতে দেখা গেছে। ‘আমাদের শিশুদের বাঁচান, আগ্নেয়াস্ত্র নয়।’ এমন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে অনেককেই।

সংগঠনটি বলেছে, অব্যাহতভাবে মানুষের মৃত্যুর মধ্যে তারা রাজনীতিবিদদের চুপ করে বসে থাকতে দেবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য এই বিক্ষোভে সমর্থন দিয়েছেন। তিনি কংগ্রেসের প্রতি এ বিষয়ক একটি আইন পাস করার আহ্বান জানিয়েছেন।

টেক্সাস অঙ্গরাজ্যের উভালদে রব এলিমেন্টারি স্কুলে গত ২৪ মে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে নতুন করে আগ্নেয়াস্ত্র আইনে কড়াকড়ির দাবি উঠেছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles