MYTV Live

বগুড়ায় অটোরিকশাকে ট্রাকের ধাক্কা; নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর সড়কের ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার কুস্তা গ্রামের মৃত জচি প্রামাণিকের ছেলে আব্দুল খালেক (৫৫) ও নাটোরের সিংড়া উপজেলার কাসটে গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রণবাঘা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। পথে ওমরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে নাটোরগামী একটি দ্রুতগতির ট্রাক সামনে থেকে সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত হন চালকসহ ৩ যাত্রী। পরে স্থানীয়রা ট্রাক জব্দ করলেও চালক হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে কুন্দরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles