MYTV Live

মানবতাবিরোধী অপরাধের মামলায় একজনের মৃত্যুদন্ড, তিনজনের আমৃত্যু কারাদন্ড ও একজনের খালাস

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের এক আসামির মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরেক আসামিকে খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন‌্য সদস্যরা হলেন-বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হবিগঞ্জের লাখাই উপজেলার মাওলানা মো. শফি উদ্দিন, আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. তাজুল ইসলাম, মো. জাহেদ মিয়া ও ছালেক মিয়া। অপর আসামি সাব্বির আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান, গাজী এম এইচ তামিম।

রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, তারা রায়ে সন্তুষ্ট।

তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা ন্যায়বিচার পাননি। আপিল করলে উচ্চ আদালত থেকে ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন।

এরআগে মঙ্গলবার ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণার জন্যে বৃহস্পতিবার দিন ধার্য করেন।

২০১৮ সালের ২১ মার্চ আসামিদের বিরুদ্ধে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে ২টি অভিযোগ আনা হয়েছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles