নিজের প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় মেয়াদে ফেরাটা সুখকর হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। ব্যক্তিগত পারফরম্যান্সে রোনালদো উজ্জ্বল ছিলেন। কিন্তু শিরোপাহীন মৌসুম কাটিয়েছে ইউনাইটেড। পর্তুগিজ উইঙ্গার থাকার পরেও ইউনাইটেড লিগ শেষ করেছে ছয় নম্বরে থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করার পরেও দলকে চ্যাম্পিয়নস লিগে তুলতে পারেননি রোনালদো।
রোনালদো বুঝেছিলেন, ইউনাইটেডকে ম্যানচেস্টার সিটি বা লিভারপুলের কাতারে তোলার জন্য শুধু তাঁর গোল নয়, আরও অনেক কিছুরই দরকার। দরকার নতুন খেলোয়াড়ের। তবে সে লক্ষ্যেও যেহেতু ইউনাইটেডের তেমন কোনো অগ্রগতি নেই, রোনালদো যেন অধৈর্য্যই হয়ে পড়েছেন। তাই হয়তো দল ছাড়ার ঘোষণা দিলেন।
প্রিমিয়ার লিগে ষষ্ঠ হওয়ায় নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে খেলতে হবে উয়েফা ইউরোপা লিগ। তাই আসন্ন মৌসুমে আর ইউনাইটেডে থাকতে চাচ্ছেন না পর্তুগিজ সুপারস্টার। উয়েফা চ্যাম্পিয়ন লিগে খেলবে- এমন কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছে তার। এরই মধ্যে ক্লাব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ভালো প্রস্তাব পেলে যেনো বেচে দেওয়া হয়- ক্লাবকে এ কথা জানিয়েছেন রোনালদো।
জানা গেছে, রোনালদোকে দলে ভেড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে চেলসি। রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস জানিয়েছে, চেলসি ছাড়াও রোনালদোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে জার্মানির বায়ার্ন মিউনিখ, ইতালির নাপোলির মতো বড় বড় ক্লাবগুলো। বায়ার্ন মিউনিখও।
এরই মধ্যে
গত সপ্তাহে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে রোনালদোকে দলে টানার ব্যাপারে বৈঠক করেছেন চেলসির নতুন মালিক টড বোয়েলি।