ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছেন।
হিমাচলের কুল্লু জেলায় স্থানীয় সময় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল ৮টা ৩০ মিনিটে জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহত আরও অনেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল। সংবাদ সংস্থা এএনআই বলছে, নিওলি-সামশের সড়ক হয়ে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। সে সময় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা।
এদিকে, দুর্ঘটনার খবর জানার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়ে টুইট করেছেন।
আর প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে জানিয়েছে, দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।
টুইটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রুপি করে বরাদ্দের অনুমোদন হয়েছে।’