দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর দেশে সড়কপথে পেঁয়াজ আমদানির অন্যতম প্রধান রুট ও দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
কৃষি মন্ত্রণালয় ইমপোর্ট পারমিশন বা আইপি ইস্যু না করায় গত ৫ মের পর এ পথে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।
সোমবার ৪০টি ট্রাকে ৯৯০ টন পেঁয়াজ আমদানি হয়। মঙ্গলবার বিকেল সোয়া ৫টা পর্যন্ত ৪২ ট্রাকে এক হাজার ২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পচনশীল দ্রব্য হওয়ায় আমদানীকৃত সকল পেঁয়াজ ট্রাক-টু-ট্রাক আনলোড-লোডের পর সারা দেশের বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে। বন্দরের গোডাউনে কোনো পেঁয়াজ নেই।
স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, কোরবানির ঈদের আগ মুহূর্তে ভারত থেকে আসা এ পেঁয়াজ বাজারে ইতিবাচক সাড়া ফেলবে। এছাড়া মসলাও আমদানি হচ্ছে। ফলে বাজারে মসলার দামও কমবে।