বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠে, রাজনীতিতে না কি নাম লেখাচ্ছেন তিনি।
সম্প্রতি লন্ডনের পল মলে ইনস্টিটিউট অফ ডিরেক্টরস-এ আয়োজিত ‘হিন্দুজাস অ্যান্ড বলিউডে’ শীর্ষক বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে আবারও তাকে এ নিয়ে প্রশ্ন করা হয়।
উত্তরে অক্ষয় জানান,আপাতত, রাজনীতিতে নয়। অভিনয় নিয়ে ভালই আছি।
অক্ষয় বলেন, ‘আমি আমার সিনেমার ক্যারিয়ার নিয়ে ভালো আছি। সিনেমার মধ্যে দিয়েই সামাজিক বিষয়গুলোকে সামনে আনতে চাই। ১৫০ টি ছবিও প্রযোজনা করেছি। আসন্ন ‘রক্ষাবন্ধন’ ছবি আমার খুব মনের কাছের। তাই আপাতত সিনেমায় অভিনয় ও সিনেমা তৈরি নিয়েই থাকতে চাই। রাজনীতি নিয়ে ভাবার সময় নেই’।
কয়েকদিন আগেই আনন্দ এল রাই পরিচালিত পারিবারিক ছবি ‘রক্ষাবন্ধনে’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। চার বোনের ভাই অক্ষয় কুমার। ভাইয়ের উপরই বোনেদের বিয়ের দায়িত্ব। মধ্যবিত্ত পরিবারে সংসারের দায়িত্বের চাপ আর নিজের ভালোবাসার টানাপোড়ন নিয়ে ছবির কাহিনি আবর্তিত হয়েছে।
এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে ভূমি পেড়নেকরকে। আগেও জুটি হিসেবে কাজ করেছেন তারা। আর চার বোনের ভূমিকায় দেখা যাবে নতুন চার মুখ।
আগামী ১১ আগস্ট মুক্তি পাবে এই সিনেমা।
উল্লেখ্য, ১৯৯১ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন অক্ষয়। তবে বাণিজ্যিকভাবে তার প্রথম সফল ছবি ১৯৯২ সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ‘খিলাড়ি’ । তিন দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ১০০ টি ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারও জিতেছেন। তাকে শেষ দেখা গেছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে। গত ৩ জুন মুক্তি পায় এই ছবি।