চলতি মাসের শেষ দিকে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
এই সফরের ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তবু পূর্ণশক্তির দল নিয়েই যাবে বাংলাদেশ। শুধু সাকিব আল হাসান থাকবেন না।
বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘অনেকে বলছিল দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।’
সাকিব যাচ্ছে না জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই এভেইলেবল। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে তারা এভেইলেবল। সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়েতে পূর্ণশক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা না, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ না। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারি।’
আগামী ২৫-২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। পরদিন ৩১ জুলাই খেলবে দ্বিতীয় ম্যাচ। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২ আগস্ট।
এরপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেটা মাঠে গড়াবে ৫ আগস্ট। বাকি দুটি ওয়ানডে হবে ৭ ও ১০ আগস্ট।