MYTV Live

১২তম গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন আবদুর রউফ তালুকদার

গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আবদুর রউফ তালুকদার।

তিনি বিদায়ী গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন। স্বাধীন বাংলাদেশের ১২তম গভর্নর হিসেবে তিনি আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে মঙ্গলবার যোগ দিয়েছেন। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ছিলেন।

গত ১১ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আবদুর রউফ তালুকদারকে গভর্নর হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।

সেই হিসাবে ১২ জুলাই থেকে আগামী চার বছরের জন্য গভর্নরের দায়িত্বভার গ্রহণ করেন আবদুর রউফ তালুকদার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫৭ মিনিটে আবদুর রউফ তালুকদার নতুন কর্মস্থলে পৌঁছান। এ সময় ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। পরে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles