একের পর এক বলিউড তারকাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সুপারস্টার সালমান খান, অভিনেত্রী স্বরা ভাস্করের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন তারকা জুটি ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। মুম্বাই পুলিশের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,মুম্বাইয়ের সান্তাক্রজ থানায় ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ করেছেন ভিকি-ক্যাট।
জানা গেছে, সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন ভিকি আর ক্যাটরিনা। ক্যাটের জন্মদিন উদযাপন করতে সেখানে গিয়েছিলেন এই তারকা জুটি। সঙ্গে ছিলেন তাদের বন্ধু বান্ধব ও পরিবার। সেখান থেকে ফেরার পর একগুচ্ছ ছবি আর ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন তারা। এরপরই তারা হত্যার হুমকি পান। তবে হুমকিতে কী বলা হয়েছে তা জানা যায়নি।
ইন্ডিয়া টুডেকে ভিকি কৌশল বলেন—‘অজ্ঞাত একজন ব্যক্তি ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। একইভাবে ক্যাটরিনাকেও হত্যার হুমকি দিয়েছে।’