ভারতের গুজরাটে বিষাক্ত মদ্যপানে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৩০ জন। তাদের অধিকাংশরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
মদপানে মারা যাওয়াদের অধিকাংশই শ্রমিক বা দিনমজুর। তাদের বাড়ি আহমেদাবাদ ও বোটেড জেলার গ্রামগুলোতে।
পুলিশ বলছে, বোটেড জেলাতেই ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা চলাকালীন ধন্ধুকায় আরও পাঁচ জনের প্রাণহানি ঘটেছে। ভাবনগরের বিভিন্ন সরকারি হাসপাতালে আরও ৩০ জনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
গুজরাটের পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া বলেন, বিষাক্ত মদ বিক্রি ও তৈরির অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে এ ঘটনা জানাজানি হয়।
পুলিশের আরেক কর্মকর্তা অশোক কুমার যাদব জানিয়েছেন যে, এ ঘটনায় তদন্তের জন্য ডিএসপির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে। তদন্তে যুক্ত হয়েছে গুজরাটের সন্ত্রাস দমন শাখা ও আমদাবাদের ক্রাইম ব্রাঞ্চ।