নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবাসহ সাতজন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার করমদোসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক আশিক আলী একই গ্রামের শিহাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
আহতদের মধ্যে ৫জনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। অন্য ২জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে চায়ের দোকানে আশিক, তার বাবা সিহাব উদ্দিনসহ ১০ থেকে ১২ জন বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হয়। কিছুক্ষণ পরে দোকানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আশিক ঘটনাস্থলেই মারা যান। এসময় আশিকের বাবা সিহাব উদ্দিনসহ স্থানীয় মোমিন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও রুপালী বেগম আহত হন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।