বিশ্বকাপ শুরুর তারিখ একদিন এগিয়ে আনতে যাচ্ছে ফিফা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম দিয়ারিও ওলে’র প্রতিবেদন জানিয়েছে এই খবর।
আর্জেন্টিনার পত্রিকা দিয়ারিও ওলে’র খবর অনুযায়ী, ফিফা বিশ্বকাপের শুরু এক দিন এগিয়ে আনার কথা ভাবছে। শেষ পর্যন্ত যদি সেটাই হয়, তাহলে ২১ নভেম্বরের বদলে কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর।
বর্তমান সূচি অনুযায়ী উদ্বোধনী দিনে চারটি ম্যাচ হওয়ার কথা। কিন্তু সূচি পরিবর্তিত হলে অর্থাৎ, বিশ্বকাপ যদি ২০ নভেম্বর শুরু হয়, উদ্বোধনী দিনে ম্যাচ থাকবে মাত্র একটি—স্বাগতিক কাতারের বিপক্ষে খেলবে ইকুয়েডর।
২১ নভেম্বরের বাকি তিনটি ম্যাচের সূচি ঠিকই থাকবে। এর মানে ২১ নভেম্বর আগের সূচি অনুযায়ী ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে সেনেগাল ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপের দুই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-ইরান ও যুক্তরাষ্ট্র-ওয়েলস।
আর্জেন্টিনার পত্রিকার খবর অনুযায়ী, সূচিতে পরিবর্তন আনতে হলে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটাভুটি করতে হবে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ছয়টি কনফেডারেশনের প্রেসিডেন্টদের নিয়ে গঠন করা হবে ফিফা ব্যুরো।
উদ্বোধনের দিন স্বাগতিক দেশের ম্যাচটি নিয়েই মূলত সমস্যা তৈরি হয়েছে। চূড়ান্ত সূচি অনুযায়ী স্বাগতিক কাতার ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটির আগে নেদারল্যান্ডস-সেনেগাল ও ইংল্যান্ড-ইরান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।
২০০৬ সালের বিশ্বকাপ থেকে স্বাগতিক দেশ প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলে আসছে। তার আগে চ্যাম্পিয়ন দল খেলতো উদ্বোধনী ম্যাচ।
তাই স্বাগতিক দেশ হওয়ার সুবাদে কাতার প্রথম ম্যাচ খেলতে চাওয়ায় বিশ্বকাপের উদ্বোধন এক দিন এগিয়ে এনে কাতার-ইকুয়েডর ম্যাচটি সেদিন আয়োজনের কথা ভাবা হচ্ছে।
শুরুর দিন এগোনো হলেও আগের মতোই ফাইনালের তারিখ থাকবে ১৮ ডিসেম্বর।