খাগড়াছড়িতে একটি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে শ্রাবণ দেওয়ান (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সদর উপজেলার খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার সকাল ৯টার দিকে শিশুটি মারা যায়। নিহত শ্রাবণ দেওয়ান (৬) খাগড়াছড়ি পৌরসভার নারায়ণ খাইয়া এলাকার প্রণয় দেওয়ানের ছেলে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, সকালে শ্রাবণ তার মায়ের সঙ্গে স্কুলে যায়। ভেতরে ঢোকার সময় হঠাৎ গেট ভেঙে তার গায়ের ওপর পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি থানার ওসি মো. আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে গেট ভেঙে পড়ার কারণ এখনো কেউ বলতে পারেননি। স্থানীয় লোকজন ধারণা করছেন, গেটটি দুর্বল ছিল।