ফেনীতে বিএনপির সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে শহরের ট্রাংক রোডে এ ঘটনা ঘটে।
জ্বালানি তেল, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধিসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে ফেনী জেলা বিএনপির উদ্যোগে ফেনীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ইসলামপুর রোডস্থ ফেনী জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের ট্রাংক রোডে গেলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা করে।
বিএনপির নেতাকর্মীরাও পাল্টা হামলা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ বিএনপির নেতাকর্মীদেরকে দাওয়া করে। এতে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন পথচারীও আহত হয় বলে জানা গেছে। সংঘর্ষের সময় বিএনপি, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, তাদের দলের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, পুলিশ পরিস্থিতি শান্ত করতে দুই পক্ষকেই ধাওয়া করে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।