আমির খানের বহুল আলোচিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমা দিয়েই দীর্ঘ বিরতির পর পর্দায় হাজির হলেন তিনি। বৃহস্পতিবার ১১ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। আরও আছেন কারিনা কাপুর খান।
আমির খানের ছবি মানেই প্রত্যাশা তুঙ্গে। আর এই বলিউড সুপারস্টার অত্যন্ত আবেগ, ভালোবাসা দিয়ে তাঁর ছবি নির্মাণ করেন। তাই তাঁর ছবি অনায়াসে দর্শকের হৃদয় জয় করে ফেলে। কিন্তু আমিরের ‘লাল সিং চাড্ডা’ এবার মানুষের হৃদয় ছুঁতে ব্যর্থ। কালজয়ী হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক এই ছবিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রশংসায় পঞ্চমুখ, আবার অনেকে দারুণভাবে সমালোচনা করেছেন আমিরের ছবিটির।
ফলে ছবিটি মুক্তির ৫ দিনের মাথায় আয় ৫০ কোটিও পার করতে পারেনি। জানা গেছে, এই রিমেক ছবিটি সাকুল্যে প্রায় ৪৬ কোটির মতো আয় করেছে। তাই এখনো ৫০ কোটি ক্লাবের সদস্য হতে পারেনি আমিরের এই ছবি। সবাই আশা করেছিলেন সোমবার ভারতের স্বাধীনতা দিবসের দিন একটু ভালো আয়ের মুখ দেখবে ‘লাল সিং চাড্ডা’। কিন্তু গতকাল ছবিটি মাত্র আট কোটি রুপি আয় করেছে।
মুক্তির প্রথম দিনে ‘লাল সিং চাড্ডা’ ছবির ঝুলিতে এসেছিল ১১ দশমিক ৫০ কোটি। আর মুক্তির দ্বিতীয় দিনে ছবিটি প্রায় সাত কোটি আয় করে।