রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলং-বাঘাইহাট সড়কের লাঙ্গলমারা এলাকায় কলাবাহী একটি চান্দের গাড়ি (খোলা জিপ) উল্টে দুইজন নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-কলা ব্যবসায়ী ইলিয়াস হোসেন (৪৫) এবং কলার মালিক অনন্ত ত্রিপুরা (৪০)। তাদের বাড়ি বাঘাইছড়ি উপজেলায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, উপজেলার মাচালং বাজার থেকে কলা বোঝাই একটি জিপগাড়ি ছেড়ে যায়। গাড়িটি বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা ২ নম্বর কালবার্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে মর্গে নিয়ে যায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত কলা বোঝাই করার কারণে গাড়িটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক (নুর ) বলেন, ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে।