আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বড় ধরনের এক বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে গিয়ে দাঁড়িয়েছে। মাগরিবের নামাজ চলাকালে এ ঘটনা ঘটেছিল।
কাবুল পুলিশের একজন মুখপাত্র খালিদ জারদান বৃহস্পতিবার জানান, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে ২১ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৩ জনের মতো আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণের সময় চুরমার হয়ে গেছে আশেপাশে থাকা ভবনের কাঁচ। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউই স্বীকার করেনি।
তালেবান বলছে, তারা যুদ্ধবিধ্বত দেশটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গোষ্ঠীটি কাবুল দখলে নেওয়ার পর থেকে সহিংসতার মাত্রাও কিছুটা কমেছে। তবে বেশ কয়েকটি ভয়াবহ হামলার ঘটনাও ঘটেছে। যার মধ্যে কিছু হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।
গত সপ্তাহে কাবুলে আত্মঘাতী হামলার তালেবানের সমর্থক এক ধর্মীয় নেতা নিহত হন। ওই ঘটনারও দায় স্বীকার করেছিল আইএস।
বেসরকারি সংস্থা ইমার্জেন্সি এক বিবৃতিতে জানায়, তারা হাসপাতালে ২৭ জনকে ভর্তি করিয়েছে। এর মধ্যে পাঁচ শিশুও রয়েছে। যারা বিস্ফোরণে আহত হয়েছে। দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে এবং জরুরি বিভাগে একজনের মৃত্যু হয়েছে।