মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা–বাগানে এ ঘটনা ঘটে। কালিঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রানেশ গোয়ালা এই তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতরা হলেন হীরামনি ভৌমিক (৩৪), পূর্ণিমা ভৌমিক (২৩), রাধা ভৌমিক (৩৪) ও রীনা ভৌমিক (২৩)। তাঁরা সবাই লাখাইছড়া চা–বাগানের বাসিন্দা।
প্রানেশ গোয়ালা বলেন, আজ সকালে চারজন নারী চা-শ্রমিক ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সে সময় মাটিচাপায় তারা ঘটনাস্থলে নিহত হন।
তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশিদ তালুকদার জানান, চার নারী শ্রমিক ঘর লেপন করার জন্য সাদা মাটি সংগ্রহ করছিলেন। এসময় মাটিচাপায় তারা মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।