কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জেলের মরদেহ উদ্ধার হয়েছে। এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক জাকের হোসেন জানান, উদ্ধার পাঁচজন খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, দুপুরে মহেশখালী চ্যানেল থেকে হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছারের মরদেহ কোস্টগার্ডের সহযোগিতায় উদ্ধার করে স্থানীয় জেলেরা।
এর আগে শনিবার রাত পর্যন্ত স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মো. আয়ুব ও সাইফুল ইসলাম নামের দুই জেলের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সদর উপজেলার খুরুশকূলের জাকির হোসাইনের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৯ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। পরে ফেরার সময় শুক্রবার ট্রলারটির দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে স্থানীয় কোস্টগার্ড সদস্য ও জেলেরা তাৎক্ষণিকভাবে আট জনকে উদ্ধার করলেও ১১ জন নিখোঁজ ছিলেন। দুর্ঘটনার শিকার ট্রলারটি এখনো উদ্ধার হয়নি।