যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভারতীয় তার নিজ বাড়িতে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করেছেন। নিউ জার্সির এডিসন সিটিতে নিজ বাসভবনের সামনে প্রিয় অভিনেতার ওই প্রতিকৃতি স্থাপন করেছেন তিনি।
জানা গেছে, তিনি অমিতাভ বচ্চনের একজন বড় ভক্ত। নাম গোপী শেঠ । ভারতের গুজরাটে তার বাড়ি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি নিউ জার্সির এক ভারতীয় পরিবার তাদের বাড়ির আঙ্গিনায় ‘বিগ বি’র বিশাল এক প্রতিকৃতি স্থাপন করেছে। তারা নিজেরাই টুইটার হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেছেন। এ প্রতিকৃতি বানাতে তার ব্যয় হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৭১ লাখ ৩০ হাজার টাকার বেশি।
টুইটারে ছবি শেয়ার করে গোপী শেঠ লিখেছেন, ‘শনিবার আমাদের নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের প্রতিকৃতি স্থাপন করেছি। আমাদের কাছে তিনি দেবতা সমতুল্য।’
অমিতাভের প্রতিকৃতি উদ্বোধনের সময় পাঁচ শতাধিক ভক্ত উপস্থিত ছিলেন। শুধু তাই নয় তাদের ‘বিগ বি এক্সটেন্ডেড গ্রুপ’ নামে একটি ওয়েবসাইটও রয়েছে।