MYTV Live

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মাহাথিরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার সকালে তার করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চিকিৎসকদের পরামর্শে তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগামী কয়েকদিন তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে।

৯৭ বছর বয়সী এই নেতার আগে থেকেই হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। এর আগে গত জানুয়ারির শেষ দিকে তিনি বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি করোনাবিরোধী ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছেন।

১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাকে। এছাড়া ২০১৮ সালেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তবে সে সময় ক্ষমতা গ্রহণের দুবছর পর তার সরকারের পতন ঘটে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles