MYTV Live

চোখের নীরব ঘাতক গ্লুকোমা

গ্লুকোমা চোখের এক নীরব ঘাতক। চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে এ রোগ হয়। আবার চোখের অভ্যন্তরীণ চাপ (প্রেশার) বেড়ে গিয়েও এ রকম হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আবার চোখের অভ্যন্তরীণ চাপ স্বাভাবিক থাকলেও এ রোগ হয়। তবে উচ্চ রক্তচাপের সঙ্গে চোখের এই রোগের কোনো সম্পর্ক নেই।

সঠিক চিকিৎসার অভাবে চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারাতে পারেন গ্লুকোমা রোগী। তবে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করে চিকিৎসা নেওয়া গেলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব।

যাঁদের বয়স ৪০ বছর পেরিয়েছে এবং ডায়বেটিস আছে তারা এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এছাড়াও বংশে কারো গ্লুকোমার ইতিহাস থাকলে, তাদেরও গ্লুকোমাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

গ্লুকোমার অন্যতম লক্ষণ:

১. চোখ ব্যথা ও লাল হওয়া।

২. চোখ আলোর প্রতি সংবেদনশীল হয়ে পড়া। উজ্জ্বল কিংবা একটু কম আলোয় দেখতে অসুবিধা হওয়া।

৩. আলোর চারপাশে বিভিন্ন বাড়তি রং দেখতে পাওয়া।

৪. চোখ, মাথা ও কপালব্যথা

৫. চোখ ফোলা

৬. বমি বমি ভাব হওয়া

৭. ঘন ঘন চশমার পাওয়ার বদল

তবে সব রোগীরই যে একই ধরনের লক্ষণ দেখা যাবে, তা কিন্তু নয়। আবার এসব লক্ষণ যে কেবল গ্লুকোমাতেই হয়, তা–ও নয়। তাই লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,868FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles