কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ইট বোঝাই একটি ট্রাক উল্টে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছেন।
রবিবার সকাল ১১টার দিকে বালুখালীর ঢালা এলাকায় এ ঘটনাটি ঘটে। ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহতরা হলেন- ক্যাম্প-১৫, জি-১২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কানেতার (১৪) ও জি-২ ব্লকের আব্দুস সালামের মেয়ে নূর কলিমা (১২)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় রোববার সকালে ইট বোঝাই একটি ট্রাক দুই রোহিঙ্গা কিশোরীর ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই কিশোরী মারা যায়। পরে খবর পেয়ে ৮ এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুই কিশোরীর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ট্রাকটির চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।