কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের দবির কসাইয়ের ছেলে বাবুল (৩৫), রমজান আলীর ছেলে মুসলাম আলী (৩২), লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর আলী (৩২), সিরাজ মণ্ডলের ছেলে বকুল মণ্ডল (৩০), মমিনের ছেলে জাহিদুল (২৫) এবং একই উপজেলার ডাংমড়কা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাবু মণ্ডল (৩০)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আসামি জাহাঙ্গীর, জাহিদুল এবং হাবু মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।
আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী বেলতলা মাঠে গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানকালে ৬৭১ বোতল ফেনসিডিল ও ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ এনে দৌলতপুর থানার উপপুলিশ পরিদর্শক খাদেমুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক এসএম জাহিদ বিন আলম।