চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার ওই দুর্ঘটনা ঘটেছে। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুইঝো প্রদেশের একটি হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল।
আহত ২০ জনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পরই সেখানে জরুরি সেবা কর্মীদের মোতায়েন করা হয়।
কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। কিয়ান্নানের একটি দরিদ্র, প্রত্যন্ত এবং পাহাড়ি অংশে ওই দুর্ঘটনা ঘটেছে। সেখানে বেশ কয়েকটি জাতিগত সংখ্যালঘুদের বসবাস। এর আগে ওই একই এলাকায় একটি দ্রুতগামী ট্রেন দুর্ঘটনায় এক চালক নিহত হয়।